Site icon Jamuna Television

আবারও ধর্ষণের ঘটনায় উত্তেজনা ভারতের উত্তর প্রদেশে

আবারও ধর্ষণের ঘটনায় উত্তেজনা ভারতের উত্তর প্রদেশে

আবারও ধর্ষণের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে ভারতের উত্তর প্রদেশে। রাজ্যের লক্ষ্মীপুর জেলায় ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

শুক্রবার বিকালে নিখোঁজ হওয়ার পর আখক্ষেতে কিশোরীর সন্ধান পায় স্বজনরা। বিকৃত অবস্থায় উদ্ধার করা হয় মরদেহ। পরে, ময়নাতদন্তে ধর্ষণের প্রমাণ মেলে। ধর্ষণ ও হত্যার অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

বর্তমানে, অভিযুক্তরা পুলিশি হেফাজতে রয়েছে। প্রাথমিকভাবে বলা হচ্ছে, দলিত নিপীড়নের অংশ হিসাবেই এ হত্যাকাণ্ড।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথের সমালোচনা করেছেন সাবেক মুখ্যমন্ত্রী মায়াবতী। গেল সপ্তাহে, উত্তরপ্রদেশের হাপুর এলাকায় ধর্ষণের শিকার হয় ৬ বছর বয়সী এক শিশু।

Exit mobile version