Site icon Jamuna Television

ম্যানচেস্টার সিটিকে বিদায় করে সেমিফাইনালে লিঁও

চ্যাম্পিয়ন্স লিগের শেষ কোয়ার্টার ফাইনালে চমক দিলো অলিম্পিক লিঁও। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়ে ফ্রান্সের দ্বিতীয় ক্লাব হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে তারা।

লিঁওর বিপক্ষে সবকিছুর বিচারেই ফেভারিট হিসেবে মাঠে নামে ম্যানচেস্টার সিটি। কিন্তু শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। ২৪ মিনিটে আইভরি কোস্ট ফরোয়ার্ড ম্যাক্সওয়েল কর্নেটের দুর্দান্ত ফিনিসিংয়ে লিড নেয় লিঁও। পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া হয়ে ওঠে সিটিজেনরা।

অবশেষে সাফল্য আসে ৬৯ মিনিটে, কেভিন ডি ব্রুইনার গোলে সমতায় ফেরে সিটি। ঠিক ১০ মিনিট পর বদলি স্ট্রাইকার মৌসা ডেমবেলে আবারও এগিয়ে দেন লিঁওকে।

দ্বিতীয় দফায় যখন সমতার চেষ্টায় সিটি, তখন ৮৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ৩-১-এ জয়ের লিঁওর সেমিফাইনাল নিশ্চিত করেন ডেমবেলে। সেমিফাইনালে ফ্রান্সের ক্লাবটির প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ।

ইউএইস/

Exit mobile version