Site icon Jamuna Television

উন্নতির দিকে মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতি

উন্নতির দিকে মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতি

পানি কমতে থাকায় উত্তরাঞ্চলে ঘরবাড়িতে ফিরছেন বানভাসিরা। উন্নতির দিকে মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতিও।

উত্তরাঞ্চলে দুর্গত এলাকায় পুনর্বাসনের প্রক্রিয়া চলছে। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতের চেষ্টা বানভাসিদের। তবে এখনও খাবার ও বিশুদ্ধ পানির সংকট রয়েছে। দেখা দিয়েছে ডায়রিয়াসহ পানিবাহিত বিভিন্ন রোগ। এদিকে শরীয়তপুর, টাঙ্গাইলে নদীভাঙনে বসতভিটা হারিয়ে নিঃস্ব বহু পরিবার।

তলিয়ে গেছে হাজার হাজার হেক্টর জমির ফসল। বোনা আমন, রোপা আমনের বীজতলা, পাট, তিলসহ শাক-সবজির ক্ষেত বন্যায় নষ্ট হয়ে গেছে।

এদিকে পানি জমে সড়কে খানাখন্দ সৃষ্টি হওয়ায় চলাচল বিঘ্নিত হচ্ছে। বিশেষ করে গ্রামীণ কাঁচা সড়কে চরম ভোগান্তির শিকার স্থানীয়রা। অবর্ণনীয় কষ্টের মধ্যেই দেখা দিয়েছে নদী ভাঙন।

Exit mobile version