Site icon Jamuna Television

করোনা ভ্যাকসিন ‘স্পুটনিক ভি’র উৎপাদন শুরু রাশিয়ায়

করোনা ভ্যাকসিন 'স্পুটনিক ভি'র উৎপাদন শুরু রাশিয়ায়

চূড়ান্ত অনুমোদনের পর, এবার ‘স্পুটনিক ভি’ করোনা ভ্যাকসিনের উৎপাদন শুরু করলো রাশিয়া। আগস্টের শেষ নাগাদই বাজারে ছাড়ার আশা উৎপাদকদের।

শনিবার রুশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করে বার্তা সংস্থা- ইন্টারফ্যাক্স।

প্রথম ব্যাচে কি পরিমাণ ডোজ উৎপাদিত হবে সেটি নিশ্চিত করেনি মস্কো। ফার্মাসিউটিক্যাল কোম্পানি গামালায়া ইন্সস্টিটিউশন এবং দেশটির প্রতিরক্ষা দফতরের যৌথ উদ্যোগে উদ্ভাবিত হয় প্রতিষেধকটি। মঙ্গলবার এর চূড়ান্ত সাফল্য ঘোষণা করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তবে, পশ্চিমা গবেষকরা বলছেন কার্যকারিতার তুলনায় রাশিয়ার সম্মানকেই বেশি গুরুত্ব দিয়েছে পুতিন সরকার। তাই এ মুহুর্তেই বর্হিবিশ্বে টিকাটি প্রয়োগের অনুমতি দিতে নারাজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

উল্লেখ্য, রাশিয়ায় সংক্রমণ ১০ লাখ ছুঁইছুঁই, করোনাভাইরাসে প্রাণ হারিয়েছেন সাড়ে ১৫ হাজারের বেশি।

Exit mobile version