Site icon Jamuna Television

অবশেষে সোশ্যাল মিডিয়ায় ফিরলেন করণ জোহর

শুক্রবার পর্যন্ত করণ জোহরের ইনস্টাগ্রামে দেখা যায়, তার লাস্ট পোস্ট ১৪ই জুনের। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর দিন।

দীর্ঘ বিরতির পর অবশেষে কামব্যাক করলেন করণ জোহর। তাকে নিয়ে ট্রোল-বিতর্কের মধ্যেই শনিবার স্বাধীনতা দিবসের দিন ভারতের জাতীয় পতাকার একটি ছবি পোস্ট করে করণ লেখেন, সংস্কৃতি, ঐতিহ্য এবং ইতিহাসে ভরা আমাদের দেশ। জয় হিন্দ।

যদিও করণের কমেন্ট সেকশন এখনও বন্ধ। সুশান্তের মৃত্যুর পর থেকেই স্বজনপোষণের ধ্বজাধারী হিসেবে যে দু’জনকে সবচেয়ে বেশি ট্রোলড হতে হয়েছিল তাদের একজন হলেন মহেশ ভাট এবং অন্য জন করণ জোহর। অত্যধিক ট্রোল সহ্য করতে না পেরেই নাকি নিজেকে কার্যত গুটিয়ে নিয়েছিলেন পরিচালক। ইন্ডাস্ট্রিতে তার সহকর্মীরা এই দুঃসময়ে তার পাশে না দাঁড়ানোর জন্যও নাকি বেশ মন খারাপ হয়েছিল তার। সে যাই হোক, অবশেষে সোস্যাল মিডিয়ায় ফিরলেন তিনি।

Exit mobile version