Site icon Jamuna Television

কালোবাজারি বন্ধে অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি: রেলমন্ত্রী

কালোবাজারি বন্ধে অনলাইনে টিকিট বিক্রি কার্যক্রম শুরু করা হয়েছে। নতুন কার্যক্রমে যাত্রীদের অসুবিধা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান রেলমন্ত্রী নুরুল হক।

করোনা পরিস্থিতিতে দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর চালু হলো আরও ১৩ জোড়া ট্রেন। রোববার সকাল থেকে এখন পর্যন্ত ৪টি ট্রেন ছেড়ে গেছে কমলাপুর থেকে। অবশ্য, সম্পূর্ণ অনলাইনে টিকিট বিক্রির কারণে যাত্রীর চাপ অনেকটাই কম। তবে, নতুন পদ্ধতিতে ভোগান্তিতেও পড়তে হয়েছে অনেককে। কোটা পদ্ধতি বন্ধ থাকায় প্রতিবন্ধীদের পড়তে হয়েছে সমস্যায়।

রেল মন্ত্রণালয়ের আশা, এ মাসের মধ্যেই সব আন্তঃনগর ট্রেন চালু করা যাবে। করোনা পরিস্থিতিতে মার্চে দেশের সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ৩১ মে প্রথম দফায় ১৯টি আন্তঃনগর ট্রেন চলাচল শুরু করে।

ইউএইস/

Exit mobile version