Site icon Jamuna Television

নিউজিল্যান্ডে বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা ৬৯ জন

নিউজিল্যান্ডে বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা ৬৯

নিউজিল্যান্ডে ১০২ দিন পর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বর্তমানে দেশটিতে সংক্রমিত ৬৯ জন মানুষ। দৈনিক হিসাবে, দেশটির আরও ১৩ জনের শরীরে নতুনভাবে মিলেছে করোনাভাইরাস।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক অ্যাশলে ব্লুমফিল্ড জানান, নতুন শনাক্তদের একজন অস্ট্রেলিয়া থেকে আগত পর্যটক। কোয়ারেনটাইনে থাকা অবস্থায় তার শরীরে মিলেছে করোনা। বাকিরা কমিউনিটি ট্রান্সমিশনের শিকার। তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের অবিলম্বে আইসোলেশনে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

এছাড়া সম্প্রতি বিস্তার ঘটা রাজ্য অকল্যান্ডে দু’সপ্তাহের মতো বৃদ্ধি করা হয়েছে লকডাউনের সময়সীমা। দেশটিতে সংক্রমিত হন ১৬শ’র বেশি; করোনায় প্রাণ হারিয়েছেন ২২ জন।

Exit mobile version