Site icon Jamuna Television

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার পেপারবুক হাইকোর্টে

ভয়াবহ ২১ আগষ্ট গ্রেনেড হামলার ঘটনার মামলার আপিল শুনানি হাইকোর্টে অপেক্ষমান রয়েছে। তবে এরইমধ্যে এই মামলার পেপারবুক তৈরির কাজ শেষ হয়েছে।

বিজি প্রেস থেকে পেপারবুক সুপ্রীম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এসে পৌছায়। তবে কোন কোর্টে কবে নাগাদ আপিল শুনানি শুরু হবে তা এখনো নির্ধারিত হয়নি।

এ মামলায় ১৯ আসামিকে মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়েছে এবং ১৯ আসামি যাবজ্জীবন কারাদণ্ড রায় দিয়েছেন আদালত।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলাটি চালানো হয়। অল্পের জন্য ওই হামলা থেকে প্রাণে বেঁচে যান বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি, তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা। তবে হামলায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও সাবেক রাষ্ট্রপতি (প্রয়াত) জিল্লুর রহমানের স্ত্রী আইভী রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন দলের তিন শতাধিক নেতাকর্মী। ঘটনার পরদিন মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক আহমেদ বাদী হয়ে মামলা করেন। তখন ক্ষমতায় ছিল বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার।

Exit mobile version