Site icon Jamuna Television

প্লাজমা দিতে ঢাকার পথে বগুড়ার ৪০ পুলিশ সদস্য

বগুড়া ব্যুরো:

করোনা রোগীদের চিকিৎসার জন্য প্লাজমা দিতে বগুড়া থেকে ঢাকার পথে রওনা হয়েছেন জেলা পুলিশের ৪০ সদস্য। রোববার দুপুরে তারা বগুড়া পুলিশ লাইন্স থেকে ঢাকায় রওনা দেন। সোমবার জেলা পুলিশের আরও ১৯ সদস্য প্লাজমা দিতে ঢাকা যাবেন।

রোববার সকালে পুলিশ সুপার আলী আশরাফ ভূঞাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্লাজমা দিতে যাওয়া করোনাজয়ী পুলিশ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী যমুনা নিউজকে জানান, বগুড়ায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১৪৯ জন পুলিশ সদস্য। তাদের মধ্যে ১৪২ জন সুস্থ হয়েছেন। সুস্থ পুলিশ সদস্যদের মধ্যে অ্যান্টিবডি পরীক্ষার পর প্লাজমা দেয়ার জন্য মনোনীত হয়েছেন ৫৯ জন। তারা সবাই ঢাকায় গিয়ে প্লাজমা দেবেন করোনা আক্রান্ত রোগীদের সুস্থতার জন্য।

এই কর্মকর্তা আরও জানান, ৫৯ জনের মধ্যে রোববার ৪০ জন পুলিশ সদস্য ঢাকার পথে রওনা হয়েছেন। তাদের মধ্যে একজন পরিদর্শক, ১২ জন উপ-পরিদর্শক, ৮ জন সহকারী উপ-পরিদর্শক এবং ১৯ জন কনস্টেবল রয়েছেন। সোমবার সকালে বাকি ১৯ জন পুলিশ সদস্যও ঢাকায় যাবেন প্লাজমা দিতে।

ইউএইস/

Exit mobile version