Site icon Jamuna Television

মায়ের হাসপাতালেই?

মা নার্গিস নিউ ইয়র্কে যে হাসপাতালে ক্যান্সারের চিকিৎসার জন্য ছিলেন, সেখানেই সঞ্জয় দত্তও ভর্তি হবেন বলে জানা গেছে। লাং ক্যানসারের স্টেজ ফোরে ভুগছেন সঞ্জয়। চিকিৎসার জন্য তিনি আমেরিকাতেই যাচ্ছেন।

রোববার মুম্বইয়ের এক হাসপাতালে কিছু টেস্ট করাতে গিয়েছিলেন সঞ্জয়। এ দিন ইনস্টাগ্রাম স্টোরিতে সঞ্জয়কে নিয়ে পোস্ট দিয়েছেন তার ঘনিষ্ঠ বন্ধু পরেশ গিলানি। ‘সঞ্জু’তে ভিকি কৌশল অভিনীত কমলি চরিত্রটির অনুপ্রেরণা ছিল পরেশ। তিনি লিখেছেন, ‘অ্যামিউসমেন্ট পার্ক ঘুরেছি ঠিকই। কিন্তু চলা এখনও শেষ হয়নি। আর একবার রোলার কোস্টার রাইডের জন্য তৈরি হতে হবে।’

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

Exit mobile version