Site icon Jamuna Television

বিধ্বস্ত বার্সা এবার ছাঁটাই করতে যাচ্ছে কোচ সেতিয়েনকে

এবার চাকরি হারতে যাচ্ছেন বার্সেলোনার কোচ কিকে সেতিয়েন। নিশ্চিত করেছেন বার্সোলানার প্রেসিডেন্ট হোসে মারিয়া বার্তোমেউ।

গত কয়েক বছর ধরেই বার্সেলোনার অধরা স্বপ্ন চ্যাম্পিয়নস লিগ ট্রফি। তবে কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হওয়ার পর দলের পারফরম্যান্সের পাশাপাশি প্রশ্ন ওঠে কোচ কিকে সেতিয়েনের পারফর‍ম্যান্স নিয়ে।

ম্যাচ হারের পর গুঞ্জন শুরু হয় ছাঁটাই হতে পারেন কিকে সেতিয়েন। শেষ পর্যন্ত সে পথেই হাঁটছে কাতালান ক্লাবটি। বার্সা প্রেসিডেন্ট বলেন ছাঁটাইয়ের বিষয়ে দ্রুতই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

Exit mobile version