Site icon Jamuna Television

ম্যান ইউকে হারিয়া ফাইনালে সেভিয়া

এবার ৬ষ্ঠ শিরোপার হাতছানি স্প্যানিশ ক্লাব সেভিয়ার সামনে। ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে ইউরোপা লিগের ফাইনাল নিশ্চিত করেছে তারা।

জার্মানির কোলনে সেমিফাইনালে ম্যাচের ৯ মিনিটে ডি বক্সে ফাউলের শিকার হন মার্কাস র‍্যাশফোর্ড। পেনাল্টি থেকে ম্যানচেস্টারকে লিড এনে দেন ব্রুনো ফের্নান্দেস। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি দলটি। ম্যাচের ২৬ মিনিটে সেভিয়াকে সমতায় ফেরান স্প্যানিশ মিডফিল্ডার সুসো।

পরে লিড নেয়ার চেষ্টা করেও লাভ হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের। উল্টো ৭৮ মিনিটে গোল হজম করতে হয় রেড ডেভিলদের। হেসুস নাভাসের অ্যাসিস্ট থেকে সেভিয়ার জয় সূচক গোলটি করেন ডি ইয়াং।

ইউরোপা লিগের দ্বিতীয় সেমি ফাইনালে রাতে মুখোমুখি হবে শাখতার দোনেস্ক ও ইন্টার মিলান। জয়ী দলের বিপক্ষে শুক্রবার ফাইনালে মুখোমুখি হবে সেভিয়া।

Exit mobile version