Site icon Jamuna Television

অনলাইনে নকল পণ্য বিক্রি, নারী আটক

অনলাইন ব্যবসায় প্রতারণার অভিযোগে মাহিন ইসলাম ত্বন্বি নামে এক নারীকে আটক করেছে কলাবাগান থানা পুলিশ।

গতকাল রাতে দুই ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়। কলাবাগানে ত্বন্বির বাসায় অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের কসমেটিক সামগ্রী পায় পুলিশ। এসময় সেখান থেকে বিভিন্ন নকল কসমেটিক সামগ্রীও জব্দ করে পুলিশ।

তাৎক্ষণিকভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট আড়াই লাখ টাকা জরিমানা করেন। গ্রাহককে অনলাইনে সঠিক সময়ে পণ্য না দেয়াসহ নকল পণ্য অনলাইনে বিক্রির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

Exit mobile version