Site icon Jamuna Television

করোনায় আক্রান্ত জাপানিজ টেনিস তারকা কেই নিশিকোরি

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাপানিজ টেনিস তারকা কেই নিশিকোরি। এ খবর তিনি নিজেই নিশ্চিত করেছেন ৩০ বছর বয়সি এই তারকা। এখন তিনি আইসোলেশনে আছেন।

ইউএস ওপেনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রস্তুতি টুর্নামেন্ট খেলছিলেন তিনি। তবে শরীরে করোনার উপসর্গ দেখা দিলে আইএমজি একাডেমিতে কোভিড টেস্ট করালে পজেটিভ হন নিশিকোরি। ৩১ আগস্ট শুরু হতে যাওয়া ইউএস ওপেনে অংশগ্রহণের জন্য নিউইয়র্কে যাওয়ার কথা ছিল তার। তবে এই মুহুর্তে ফ্লোরিডায় অবস্থান করছেন। এর মধ্যে অনেক খেলোয়াড়ই ইউএস ওপেন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন।

Exit mobile version