Site icon Jamuna Television

করোনায় মারা গেলেন ভারতের সাবেক ক্রিকেটার চেতন চৌহান

মহামারি করোনায় প্রাণ হারিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার চেতন চৌহান। তার বয়স হয়েছিলো ৭৩ বছর।

ভারতের সাবেক এই ওপেনারের গত মাসে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। শুক্রবার শারীরিক অবস্থার অবনতি হলে নেয়া হয় লাইফ সাপোর্টে। তবে দীর্ঘ দিনের কিডনি ও উচ্চ রক্তচাপে ভোগায় আর পেরে ওঠেননি ৭০ দশকের তারকা এই ক্রিকেটার।

১৯৬৯ সালে ভারতের হয়ে অভিষেক হয় তার। ১৯৮১ সালে ক্যারিয়ারের ইতি টানার আগ পর্যন্ত খেলেছেন ৪০ টেস্ট ও ৭ ওয়ানডে। টেস্টে কোনো সেঞ্চুরি না থাকলেও ১৬ ফিফটিতে তার রান ২০৮৪। সুনীল গাভাস্কারের সাথে উদ্বোধনী জুটিতে চেতনের ছিলো দারুণ রসায়ন। ক্রিকেট ছাড়ার পর দলের ম্যানেজারের দায়িত্বের পাশাপাশি ক্রিকেটের উন্নতিতে সম্পৃক্ত ছিলেন তিনি। ছিলেন ভারতের উত্তর প্রদেশের সাংসদ, মন্ত্রীও হয়েছিলেন একবার।

Exit mobile version