Site icon Jamuna Television

জাপানের অর্থনীতিতে ধ্স, এক দশকে সর্বনিম্ন জিডিপি

স্মরণকালের সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটের মুখে জাপান। এপ্রিল থেক জুন প্রান্তিকে দেশটির প্রবৃদ্ধি কমেছে রেকর্ড ৭ দশমিক ৮ শতাংশ।

সোমবার প্রকাশিত সরকারি প্রতিবেদনে জানা যায়, বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতির সবশেষ তথ্য। এতে বলা হয়, গত বছরের তুলনায় এবার দ্বিতীয় প্রান্তিকে জিডিপি কমেছে ২৭ দশমিক ৮ শতাংশ। যা এক দশকে সর্বনিম্ন।

মহামারির মাস কয়েক আগে থেকেই অর্থনৈতিক প্রবৃদ্ধির হার নিম্নমুখী হতে শুরু করে জাপানে। পরপর তিন প্রান্তিকেই সংকুচিত হয়েছে অর্থনীতি। অভ্যন্তরীণ ব্যয় সংকোচন এর অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাছাড়া মহামারির প্রভাবে রফতানিও কমেছে উল্লেখযোগ্য হারে।

Exit mobile version