Site icon Jamuna Television

সংস্কারের দাবিতে থাইল্যান্ডে বিক্ষোভ, ২৪ শিক্ষার্থী আটক

সংবিধান, রাজতন্ত্র ও রাজনৈতিক সংস্কারের দাবিতে বড় আকারের বিক্ষোভ হয়েছে থাইল্যান্ডে। রোববার বিকেলে রাজধানী ব্যাংককে জড়ো হন শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার কয়েক হাজার বিক্ষোভকারী।

সংস্কারের দাবিতে কয়েক সপ্তাহ ধরে দেশটিতে বিক্ষোভ করে আসছিলেন শিক্ষার্থীরা। এসময় তারা প্রধানমন্ত্রী চান-ওছার পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবি করেন। পাশাপাশি রাজতন্ত্র সংস্কারের জোরালো দাবি তোলা হয় সমাবেশে। দেশটিতে রাজপরিবারের সমালোচনা করলে দীর্ঘদিন কারা ভোগের বিধান রয়েছে।

বিশ্লেষকদের দাবি, ২০১৪ সালের পর থাইল্যান্ডে এটাই সবচেয়ে বড় বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে প্রায় ৬’শ পুলিশ। সমাবেশ থেকে অন্তত ২৪ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

Exit mobile version