Site icon Jamuna Television

পানিতে থৈ থৈ হাসপাতাল! বিপাকে রোগী-স্বজনরা

দু’দিনের টানা বৃষ্টিতে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকা হয়ে পড়েছে জলমগ্ন। এতে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালেও পানি ঢুকে পড়ে। এতে রোগী ও স্বজনরা পড়েছেন চরম বিপাকে।

থেমে থেমে বৃষ্টি হওয়ায় মুরাদপুর, আগ্রাবাদ, সিডিএসহ বিভিন্ন নিম্নাঞ্চলে পানি জমে যায়। অনেক বাসাবাড়ি-দোকানপাটেও ঢুকে পড়ে পানি। জনগণের চলাচলেও তৈরি হয় ভোগান্তি। যারা সকালে দৈনন্দিন কাজে বের হন, তারা পড়েন চরম ভোগান্তিতে।

অবশ্য বেলা গড়ানোর সাথে কিছু এলাকা থেকে পানি নেমে যেতে শুরু করেছে। তবে এখনও নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা রয়েছে।

Exit mobile version