Site icon Jamuna Television

কওমী মাদরাসা খুলে দেয়ার দাবি শিক্ষকদের

কওমী মাদরাসার কিতাব বিভাগ খুলে দেয়ার পাশাপাশি স্বাভাবিক কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন কওমী মাদরাসার শিক্ষকরা। দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের সাথে সাক্ষাৎ করেন কওমী মাদ্রাসার প্রতিনিধি দল। তারা প্রধানমন্ত্রীর নিকট মাদরাসা খুলে দেবার আবেদন জানিয়েছেন। পাশাপাশি স্থগিত থাকা পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত চেয়েছেন।

শিক্ষকরা বলেন, আলিয়া মাদরাসাতে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। কওমী মাদরাসাতেও পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করতে হবে। কওমী মাদরাসায় স্বাস্থ্যবিধি কড়াকড়িভাবে মানা হয় বলেও দাবি করেন তারা।

গত ১২ জুলাই থেকে হেফজ বিভাগ চালু আছে। মন্ত্রিপরিষদ সচিব প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে জানাবেন বলে জানান কওমী মাদরাসার প্রতিনিধি দল।

Exit mobile version