Site icon Jamuna Television

আখাউড়ায় রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

পূর্বাঞ্চল রেলপথের আখাউড়া রেলওয়ে জংশন এলাকায় অভিযান চালিয়ে রেলওয়ের সম্পত্তিতে অবৈধভাবে থাকা দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

সোমবার আখাউড়া-লাকসাম ডুয়েলগেজ রেললাইন প্রকল্প পরিচালক মো. রমজান আলীর নেতৃত্বে সকাল থেকে দুপুর পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

মো. রমজান আলী জানান, ঢাকা-চট্টগ্রাম রেলপথের আখাউড়া-লাকসাম জংশনের মাঝে ডাবল লাইন নির্মাণের কাজ চলছে। কিন্তু আখাউড়া রেলওয়ে জংশন এলাকায় রেলওয়ের লিজকৃত জায়গা থেকে উচ্ছেদের নির্দেশনার পাশাপাশি ক্ষতিপূরণ নিয়েও রেলওয়ের জায়গা ছাড়ছেন না লিজ গ্রহীতারা।

তিনি বলেন, আখাউড়া- লাকসাম রেলপথ নির্মাণ প্রকল্প কাজ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে আখাউড়া জংশন স্টেশন ও স্টেশনের দক্ষিণ আউটার এলাকার পাকা, সেমিপাকা দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়। রেলপথ প্রকল্প বাস্তবায়নে এটি রেলওয়ের একটি নিয়মিত অভিযান। অবৈধ স্থাপনা উচ্ছেদে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

ইউএইস/

Exit mobile version