Site icon Jamuna Television

ভেনেজুয়েলায় করোনার চেয়েও বড় আতঙ্ক পুলিশ, স্বাস্থ্যবিধি ভাঙলেই কঠোর শাস্তি

লকডাউন ভাঙ্গলেই ভেনেজুয়েলায় কঠোর শাস্তি। রোদে দাঁড় করিয়ে রাখা, বেত্রাঘাত বা শারীরিক পরিশ্রমে বিরক্ত নাগরিকরা। করোনা প্রতিরোধে এমন কঠোর ভূমিকায় দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। কেউ নিয়ম ভাঙলেই রোদে বসিয়ে রাখা হচ্ছে। কাউকে আবার দিতে হচ্ছে নির্দিষ্ট সংখ্যক বুক ডন। এমনকি লাঠিচার্জও করা হচ্ছে ক্ষেত্র বিশেষে। এ নিয়ে অভিযোগের শেষ নেই কারাকাসের বাসিন্দাদের। তারা বলছেন, করোনরা চেয়েও বড় আতঙ্ক পুলিশ।

এদিকে পুরো লাতিন আমেরিকা করোনায় বিপর্যস্ত হলেও কড়াকড়ির কারণে ভেনেজুয়েলায় করোনা পরিস্থিতি অনেকটা স্বস্তিদায়ক। যদিও টানা লকডাউনে নাভিশ্বাস চরমে নাগরিকদের। নিত্য প্রয়োজনে বাইরে বের হলেও তুচ্ছ অভিযোগে মিলছে শাস্তি। এ জন্য নিকোলাস মাদুরো সরকারকেই দায়ী করছেন বিরোধীরা।

বিরোধী দলের স্বাস্থ্য উপদেষ্টা হোসে ম্যানুয়াল বলেন, সরকার আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে মহামারি পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করলেও আক্রান্তের প্রকৃত সংখ্যা অনেক বেশি। আক্রান্তদের প্রতি সরকারের আন্তরিকতার যথেষ্ট অভাব রয়েছে। মানুষকে রাস্তায় শোয়ানো হচ্ছে, খারাপ ব্যবহার করা হচ্ছে। সবমিলিয়ে ভাইরাসের চেয়ে পুলিশের আচরণেই বেশি আতঙ্কিত মানুষ।

করোনায় এ পর্যন্ত দু’শ জনের মৃত্যু হয়েছে ভেনেজুয়েলায়। মোট শনাক্ত ২৩ হাজারের বেশি। তবে বিশেষজ্ঞরা বলছেন, আক্রান্তের সংখ্যা আরও কয়েক গুণ বেশি; পরীক্ষা কম হওয়ায় উঠে আসছে না প্রকৃত চিত্র।

Exit mobile version