Site icon Jamuna Television

ফেসবুকে বিকৃত পোস্ট নিয়ে মামলা করবো, কথা দিলাম: শিপ্রা দেবনাথ

ফাইল ছবি

ছবি-ভিডিও ছড়িয়ে হত্যা মামলার তদন্ত ভিন্ন খাতে নেয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেছেন সিনহা রাশেদের সহকর্মী শিপ্রা দেবনাথ। সামাজিক মাধ্যমে ছবি ও ভিডিও প্রচারকারীদের বিরুদ্ধে মামলা করবেন বলেও জানিয়েছেন।

সোমবার যমুনা টেলিভিশনের কাছে এ তথ্য জানিয়েছেন তিনি।

ভিডিওতে শিপ্রা বলেন ‘মেজর সিনহা হত্যাকাণ্ডের পর রাতে এসে আমাদের কটেজ থেকে পুলিশ আমাদের দুটি মনিটর, ল্যাপটপ, ডেস্কটপ, ক্যামেরা, লেন্স, তিনটি হার্ডড্রাইভ এবং আমাদের ফোন ডিভাইস সব নিয়ে যায়। জব্দ তালিকায় যার কোনোটির কোনো উল্লেখ নেই। আমি জানি না, এখন কীভাবে বা কার কাছে সেসব ফেরত চাইব।’

‘আমাদের পার্সোনাল প্রোফাইল ও ডিভাইস থেকে বিভিন্ন ছবি চুরি করে কিছু বিকৃত মস্তিষ্কের দায়িত্বশীল অফিসাররাই ফেসবুক ও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। আমার নামে খোলা হয়েছে ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি। আমার ব্যক্তিজীবনকে যারা অসহনীয় করে তুলেছেন বিভিন্ন ছবি ও ভিডিও তৈরির মাধ্যমে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি তথ্য প্রযুক্তির ডিজিটাল নিরাপত্তা আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব, কথা দিলাম।’

‘আমি মনে করি আমার চরিত্র হননের চেষ্টার মাধ্যমে এ দেশের বাইরে কাজ করা প্রতিটি নারীর প্রতি নিগৃহীত ও অপমানজনক আচরণ এটি।’

‘আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে এভাবে আমার ব্যক্তিগত জীবনকে নিগৃহীত করার প্রচেষ্টা এই বাংলাদেশের আইনে কি শাস্তিযোগ্য অপরাধ নয়?’

Exit mobile version