Site icon Jamuna Television

রাশেদ খান মেননকে হত্যা প্রচেষ্টার প্রতিবাদে প্রতিবাদ সভা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপিকে হত্যা প্রচেষ্টার ২৮তম বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ওয়ার্কার্স পার্টির উদ্যোগে সন্ত্রাস বিরোধী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বিজয়নগর উপজেলার সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সঞ্জয় পোদ্দার, ইয়াসির আরাফাত মিল্লাত, দুলাল মিয়া, সন্তোষ মোহন ঋষি, আয়েত আলী, সুদিপ পাল, ফিরোজ মিয়া, জামির হোসেন প্রমুখ।

বক্তারা, অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে রাশেদ খান মেনন হত্যা প্রচেষ্টার বিচারসহ বিচার বর্হিভূত হত্যাকাণ্ড বন্ধের দাবি জানান। বক্তারা জঙ্গিবাদ মৌলবাদের বিরুদ্ধে সোচ্চার থাকার জন্যও সকলের প্রতি আহবান জানান।

উল্লেখ্য প্রতি বছর ১৭ আগস্ট ওয়ার্কার্স পার্টি সন্ত্রাস বিরোধী দিবস পালন করে আসছে।

Exit mobile version