Site icon Jamuna Television

সিনহার সাথে ঠিক কী হয়েছিল তা এখনো র‌্যাবের কাছে পরিষ্কার নয়

নিহত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান। ফাইল ছবি

মেজর (অব.) সিনহা রাশেদের সাথে ঠিক কী হয়েছিল তা এখনো র‌্যাবের তদন্তকারীদের কাছে পরিষ্কার নয় বলে জানিয়েছে র‌্যাব।

আজ সোমবার এক ব্রিফিং-এ এমন তথ্য দেন র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ।

আশিক বিল্লাহ বলেন, শিপ্রা দেবনাথের ছবি ভিডিও ছড়ানো নিয়ে র‌্যাব এর কোনো বক্তব্য নেই, শিপ্রা চাইলে আইনের আশ্রয় নিতে পারেন।

এসময়, সরকারের গঠিত তদন্ত কমিটির রিপোর্টও আমলে নেয়া হবে বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

Exit mobile version