Site icon Jamuna Television

বিমানের টিকিট পেতে চরম ভোগান্তিতে প্রবাসীরা

বিমানের টিকিট নিয়ে প্রবাসী শ্রমিকদের নানা ধরনের ভোগান্তি আজও অব্যাহত আছে। করোনা পরিস্থিতির কারণে যারা কর্মস্থলে ফিরতে পারেননি তারা এখনও টিকিট কাটতে পারছেন না।

সোমবার সকাল থেকে মতিঝিল বিমান অফিসের সামনে ভিড় করেন প্রবাসীরা। তবে সমস্যার সমাধান পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন তারা। যাদের ৬ মাসের টিকিটের মেয়াদ শেষ হয়ে গেছে অথবা দেশে আসার ৬ মাস এখনো হয়নি তাদের টিকেট রিনিউ বা অর্থ ফেরতের বিষয়ে কর্তৃপক্ষ কিছু বলছে না বলেও দাবি করেন ভুক্তভোগীরা।

আবার মধ্যপ্রাচ্যের দেশগুলোর রুট খোলায় অনেকে নতুন টিকিট নিতে এসেও পাচ্ছেন না। তারা বলছেন, নির্ধারিত সময়ে কর্মস্থলে ফিরতে না পারলে কাজ হারাবেন তারা। বিমান কর্তৃপক্ষ কোনো সমাধানও দিচ্ছে না। বিমান অফিসে না মিললেও প্রায় দ্বিগুণ দামে টিকিট পাওয়া যাচ্ছে ট্রাভেল এজেন্সিগুলোয়।

ইউএইস/

Exit mobile version