Site icon Jamuna Television

এই উল্কাপিণ্ডটি বিক্রি করলেই পৃথিবীর সব মানুষ কোটিপতি!

একটি উল্কাপিণ্ড বিক্রি করেই পৃথিবীর সব মানুষ কোটিপতি হতে পারবেন। এমনটাই জানালেন মার্কিন মহাকাশ সংস্থা নাসা।

নাসা জানায়, এই গ্রহাণু পুরোটাই লোহা, নিকেল এবং সিলিকা দিয়ে তৈরি। এতে উপস্থিত এই ধাতুগুলি যদি বিক্রি হয় তবে পৃথিবীতে বসবাসকারী প্রতিটি মানুষ প্রায় ১০ হাজার কোটি টাকা করে পাবেন। ইন্ডিয়া টাইমস।

২২৬ কিলোমটার প্রশস্ত এই উল্কাপিণ্ডের নাম ১৬-সাইকী। এতে যে পরিমাণ লোহা মজুত রয়েছে তার দাম হতে পারে আনুমানিক ১০,০০০ কোয়াড্রিলিয়ন পাউন্ড। অর্থাৎ ১০ হাজারের পিছনে বসবে আরও ১৫ টি শূন্য।

বর্তমানে এই উল্কা মঙ্গল ও বৃহস্পতির মাঝে ঘুরছে। ৫ বছরে সূর্যকে একবারে পাক খায়। এটির ওজন চাঁদের ওজনের মোট ১ শতাংশ।

Exit mobile version