Site icon Jamuna Television

বৃষ্টির বাঁধায় ড্র সাউদাম্পটন টেস্ট

বৃষ্টির বাঁধায় ড্র হয়েছে সাউদাম্পটন টেস্ট। প্রথম ইনিংসে পাকিস্তানের করা ২৩৬ রানের জবাবও দেয়া হয়নি ইংলিশদের। শেষ দিনে ৪ উইকেটে ১১০ রান করে ইনিংস ঘোষণা করে স্বাগতিক ইংল্যান্ড। ড্র মেনে নেন দুই অধিনায়ক।

রোজ বৌলে পঞ্চম দিনেও ছিল বৃষ্টি বাঁধা। প্রথম দুই সেশনে বল মাঠে গড়ায়নি। তবে শেষ সেশনে খেলা শুরু হলে দুই অপরাজিত ব্যাটসম্যান ডম সিবলি ও জ্যাক ক্রলি দারুণ শুরু করেন। সিবলি ৩২ ও ক্রলি করেন ৫৩। শেষ ঘণ্টায় খেলা যেতেই ৪৩ দশমিক ১ ওভারে ১১০ রানে ইনিংস ঘোষণা করে ইংলিশরা। ইংল্যান্ডের মাটিতে এটিই সর্বনিম্ন রানে ইনিংস ঘোষণা।

প্রথম টেস্ট জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে আছে ইংল্যান্ড। আগামী শুক্রবার এই সাউদাম্পটনেই হবে তৃতীয় ও শেষ টেস্ট।

Exit mobile version