Site icon Jamuna Television

সেতিয়েনকে বিদায়; বার্সার আস্থা কি তবে কোম্যানের উপর?

অবশেষে চাকরি হারালেন বার্সেলোনার কোচ কিকে সেতিয়েন। এ খবর নিশ্চিত করেছে বার্সোলানা কর্তৃপক্ষ। তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছে নেদারল্যান্ডস জাতীয় দলের কোচ রোনাল্ড কোম্যান- দাবি স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলোর।

গত কয়েক বছর ধরেই বার্সেলোনার অধরা স্বপ্ন চ্যাম্পিয়নস লিগ ট্রফি। ঘরোয়া শিরোপা খরা আর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হওয়ায় সেতিয়েনের ওপর আস্থা হারায় বার্সা। চুক্তির মেয়াদ ২০২২ সালের জুন পর্যন্ত থাকলেও কোনো ট্রফি এনে দিতে না পারায় বরখাস্ত হলেন তিনি।

শিরোপাহীন মৌসুম কাটানোর পর দল পুনর্গঠনের শুরুতে ৫৭ বছর বয়সী কোম্যানের উপর আস্থা রাখতে যাচ্ছে কাতালান জায়ান্টরা।

Exit mobile version