Site icon Jamuna Television

লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরির হত্যাকাণ্ডের রায় আজ

লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরির হত্যাকাণ্ডের রায় আজ

লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরির হত্যাকাণ্ডের রায় আজ। নেদারল্যান্ডসের হেগে জাতিসংঘের বিশেষ ট্রাইব্যুনালে দেয়া হবে রায়। এ মামলায় অভিযুক্ত চারজন সিরিয়া সমর্থিত শিয়া জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহর সদস্য।

উল্লেখ্য, ২০০৫ সালের ফেব্রুয়ারিতে বৈরুতে বোমা হামলায় হারিরিসহ আরও ২১জনকে হত্যা করা হয়। তবে এ হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছে হিজবুল্লাহ।

এদিকে গত ৭ আগস্ট মামলার রায়ের কথা থাকলেও বৈরুতের বিস্ফোরণের ঘটনার জেরে তা পিছিয়ে দেয়া হয়। বিস্ফোরণের ওই ঘটনাকে এই রায়ের সাথে সম্পর্কিত বলেও ধারণা অনেকের।

Exit mobile version