Site icon Jamuna Television

প্রেসিডেন্ট নির্বাচন: ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলন শুরু

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলন শুরু হয়েছে। সোমবার শুরু হয় এই আয়োজন।

করোনা প্রকোপের কারণে চার দিন ব্যাপী এই সম্মেলন চলছে অনলাইনে। অংশ নিয়েছেন সাবেক ফার্স্টলেডি মিশেল ওবামা, ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স, নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুওমোসহ দলটির নীতিনির্ধারকরা।

এবারের কনভেনশন থেকেই আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদপ্রার্থীতার মনোনয়ন গ্রহণ করবেন জো বাইডেন। নির্বাচনের পাশাপাশি স্বাস্থ্যখাত, অর্থনীতি এবং করোনা পরিস্থিতিও এবারের কনভেনশনের আলোচ্য বিষয়।

Exit mobile version