Site icon Jamuna Television

টানা বৃষ্টিতে প্রধান নদ-নদীর পানি বাড়ছে, পদ্মা তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত

টানা বৃষ্টিতে প্রধান নদ-নদীর পানি বাড়ছে, পদ্মা তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত

টানা বৃষ্টিতে দেশের প্রধান কয়েকটি নদ-নদীর পানি কিছুটা বেড়েছে। এতে শুধু পদ্মা তীরবর্তী কিছু নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত হয়েছে।

গতকালই শরীয়তপুর-মাদারীপুরের কিছু এলাকায় পানি ঢুকেছে নতুন করে। যেসব এলাকা থেকে বন্যার পানি নেমে গিয়েছিল। আবারও পানি বৃদ্ধি পাওয়ায় শঙ্কায় ঘরে ফেরা লোকজন। কিছু এলাকায় নদীভাঙনও প্রকট। সবমিলিয়ে বন্যাপরবর্তী জটিল সময় পার করছে পদ্মা তীরের লোকজন।

তবে, বৃষ্টিতে ভোগান্তি হলেও উত্তরের পরিস্থিতি ভালোর পথেই। বাড়িঘরে ফিরে লোকজন তা সংস্কারে হাত দিয়েছেন।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য, আগামী কয়েক ঘণ্টায় পাবর্ত্য অঞ্চলে মাঝারী থেকে ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাই বৃদ্ধি পেতে পারে পাহাড়ি নদীগুলোর প্রবাহ।

Exit mobile version