Site icon Jamuna Television

পাহাড় ধসের ভয়ঙ্কর ছবি ধরা পড়ল ক্যামেরায়! (ভিডিও)

পাহাড় ধসের ভয়ঙ্কর ছবি ধরা পড়ল ক্যামেরায়

পাহাড়ি এলাকায় বর্ষার সময় প্রায়ই ধস নামে। তবে বেশির ভাগ সময়ই তা ক্যামেরাবন্দি হওয়া সম্ভব হয় না। কিন্তু এবার এমনই একটি ধসের ছবি ধরা পড়ল ক্যামেরায়। সংবাদ সংস্থা এএনআই ভিডিওটি তাদের টুইটার হ্যান্ডলে শেয়ার করেছে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, সবুজে ঢাকা এক পাহাড়ের গা দিয়ে প্রচুর পরিমাণে মাটি, পাথর নেমে আসছে বন্যার পানির মতো। সঙ্গে বেশ কিছু গাছপালাকেও নিয়ে আসছে। এই ধসটি যেখানে নামে তার সামনে কিছু ঘরবাড়িও রেয়েছে। ক্যামেরায় সেখানে বেশি মানুষকে দেখা না গেলেও দু’ এক জনকে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে সেই ধসের দৃশ্যের দিকে তাকিয়ে থাকতে দেখা যাচ্ছে।

ভিডিওতে ঘরবাড়ির কোনও ক্ষতি হতে দেখা যায়নি। দূর থেকে কেউ গোটা দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন। পরে এএনআই ভিডিওটি টুইট করে।

এটি হিমাচল প্রদেশের বাদি এলাকার ঘটনা বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি। বৃষ্টির কারণে এই ধস বলে জানানো হয়েছে। ধসে হতাহতের কোনও উল্লেখ নেই টুইটটিতে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

Exit mobile version