Site icon Jamuna Television

‘ফ্যাক্টরি ভাড়া দেয়া বাড়িওয়ালাদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি’

রাজধানীর পুরান ঢাকায় নকল তার তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাব। দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে পাঁচটি কারখানা থেকে পাঁচ জনকে আটক করা হয়েছে। এসময় বাড়তি ভাড়ার লোভে যেসব বাড়িওয়ালা ফ্যাক্টরি ভাড়া দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেয়া হয়েছে।

এসব কারখানায় বিআরবি, বিবিএস, বিজলি সহ বিভিন্ন নামী প্রতিষ্ঠানের পণ্য নকল করা হচ্ছিলো।

এদিকে, বাড়তি ভাড়ার লোভে যেসব বাড়িওয়ালা ফ্যাক্টরি ভাড়া দিচ্ছে তাদেরকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। বলেন, এখন থেকে বাড়িওয়ালাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

Exit mobile version