Site icon Jamuna Television

নোবেলের দ্বিতীয় গান ‘ও শ্রাবণ’

নোবেলের দ্বিতীয় গান ‘ও শ্রাবণ’

১৩ আগস্ট প্রকাশ করা হয় নোবেলের দ্বিতীয় গান ‘ও শ্রাবণ’। সুর করেছেন আমজাদ হোসেন। কথা লেখার পাশাপাশি সংগীতায়োজন করেছেন শুভে সপু। চমৎকার ভিডিও নির্মাণ করেছেন নাজমুল হাসান।

নোবেল তার ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেছেন। ৫ দিনে গানটি ১ লাখ ৭৫ হাজার বার দেখা হয়েছে। ২০ হাজার লাইকের বিপরীতে ডিজলাইক পেয়েছে ২.৪ হাজার।

উল্লেখ্য, জি বাংলার রিয়্যালিটি শো সারেগামা’র মাধ্যমে জনপ্রিয়তা পান নোবেল। অনুষ্ঠান চলাকালেই কলকাতার একটি সিনেমায় প্লেব্যাক করেন। এরপর দেশের জনপ্রিয় শিল্পীদের গান কাভার করেন।

গানটি শুনতে এখানে ক্লিক করুন

Exit mobile version