Site icon Jamuna Television

জাবিতে সেলিম আল দীনের ৭১তম জন্মদিন পালিত

করোনাভাইরাসের কারণে নাট্যাচার্য সেলিম আল দীনের ৭১তম জন্মদিন এবার সীমিত পরিসরে পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সকালে স্বাস্থ্য বিধি মেনে বিশ্ববিদ্যালয়ের পুরতন কলা ভবন থেকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আয়োজনে র‌্যালি রেব করা হয়। র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও অংশ নেন ঢাকা থিয়েটারের কর্ণধার নাট্যকার নাসির উদ্দিন ইউসুফ বাচ্চাসহ অনেক নাট্য অনুরাগী।

সকালে দিনটি উপলক্ষে ক্যাম্পাসের পুরান কলা ভবনের সামনে থেকে বের কর হয় র‌্যালি। পরে তা তার সমাধিস্থলে গিয়ে শেষ হয়। এরপরই এ গুনী নাট্যকারের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়া দিন ব্যাপী কোন আয়োজন না থাকলেও সন্ধ্যায় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ফেসবুক পেইজ ও ইউটিউবে বেশ কিছু অনুষ্ঠান সম্প্রচার করা হবে।

১৯৪৯ সালের ১৮ই আগষ্ট ফেনীর সোনাগাজি উপজেলার সেনেরখিল গ্রামে জন্মগ্রহণ করেন গুনী এই নাট্য ব্যক্তিত্ব। ১৯৭৪ সালে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক হিসেবে যোগ দেন। পরে তার হাত ধরেই চালু করা হয় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ।

Exit mobile version