Site icon Jamuna Television

কক্সবাজারে সাগরে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটক

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নেমে মাহফুজ (১৮) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) বিকাল সোয়া ৪টার দিকে বন্ধুদের সাথে গোসল করতে নেমে ঢেউয়ের তোড়ে নিখোঁজ হয় এই যুবক। তার সাথে আসা মামাতো ভাই জিহাদ সাংবাদিকদের এই তথ্য জানান।

নিখোঁজ মাহফুজ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর মিয়াজি এলাকা এলাকার মাহবুবুর রহমানের পুত্র। তিনি বন্ধুদের সাথে আজ সকালে কক্সবাজার বেড়াতে এসেছিলেন।

নিখোঁজ মাহফুজের বন্ধু মো. জিহাদ জানান, তারা ২৩ জন মিলে একটি বাসে করে কক্সবাজার বেড়াতে এসেছেন। বেলা ৩টার দিকে তাদের ৭ জন লাবণী পয়েন্টে সাগরে গোসল করতে নামেন। গোসল করার এক পর্যায়ে ঢেউয়ের তোড়ে ভেসে যায় মাহফুজ। তাকে উদ্ধারের জন্য এগিয়ে যায় বন্ধু জিহাদ। তখন দুইজনই ভেসে যাচ্ছিল। তখন বিষয়টি অন্যদের নজরে আসে। সাথে সাথে অন্যরা এগিয়ে মাহফুজকে উদ্ধার করতে যাওয়া বন্ধুকে উদ্ধার করতে পারলেও নিখোঁজ হয় যায় মাহফুজ। পরে সাগরে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত বিচকর্মীদের জানানো হয়। বিচকর্মীরা এখনোও পর্যন্ত নিখোঁজ পর্যটক মাহফুজের সন্ধান পাননি।

এ ব্যাপারে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান জানান, পর্যটক নিখোঁজ হওয়ার বিষয়টি অবগত হওয়ার সাথে সাথে ট্যুরিস্ট পুলিশ ও বিচে নিয়োজিত কর্মীরা খোঁজ পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ইউএইস/

Exit mobile version