Site icon Jamuna Television

গাঁজা কেনার টাকা না দেওয়ায় মাকে পিটিয়ে খুন করলো ছেলে

প্রতীকী ছবি।

গাঁজা কিনবে বলে মায়ের কাছে ৫০ টাকা চেয়েছিল ছেলে। তা দিতে রাজি না হওয়ায় মাকে পিটিয়ে খুন করলো ছেলে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে ভারতের বিহারের ফকরাবাদে। খবর আনন্দবাজার পত্রিকার।

পুলিশ জানিয়েছে, চৈনপুর থানার অন্তর্গত ফকরাবাদের বাসিন্দা জাফরুন বিবিকে (৫০) খুন করেছে তার ছেলে নাইম। নাইম মাদকাসক্ত। শনিবার সে মায়ের কাছে ৫০ টাকা চায় গাঁজা খাবে বলে। কিন্তু জাফরুন বিবি জানিয়েছিল তার কাছে টাকা নেই। তাতেই বাধে তর্কাতর্কি। এরপরই লোহার রড দিয়ে মাকে পেটাতে থাকে নাইম। এর জেরে হাত-পা ভেঙে যায় জাফরুন বিবির। তাতেই না থেমে মায়ের মুখে গামছা পেঁচিয়ে ধরে নাইম।

নাইমের ভাই গুড্ডু বাড়ি ফিরে দেখে তার ভাই মায়ের গলায় গামছা পেঁচিয়ে ধরে রয়েছে। গুড্ডুকে দেখেই পালিয়ে যায় নাইম। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় জাফরুন বিবির।

ঘটনা নিয়ে পুলিশ জানিয়েছে, নাইম মাদকাসক্ত। সে প্রায়ই এ রকম আচরণ করে। দিন দশেক আগে স্ত্রীকে মারধর করেছিল সে। তখন থানায় অভিযোগও দায়ের হয়েছিল। নাইমের খোঁজে তল্লাশি চলছে বলেও জানিয়েছেন ওই অফিসার।

ইউএইস/

Exit mobile version