Site icon Jamuna Television

অবৈধভাবে ভারতে প্রবেশকালে সাতক্ষীরা সীমান্ত থেকে আটক ৮

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের প্রাক্কালে সাতক্ষীরা সীমান্তে সাত বাংলাদেশি নাগরিক ও ১ মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।

মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সদর উপজেলার তলুইগাছা বিওপি’র হাবিলদার শামীম হোসেনের নেতৃত্বে একটি টহল দল সাতক্ষীরা সীমান্তের নটিজঙ্গল নামক এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় সাত বাংলাদেশি নাগরিক ও একজন মানব পাচারকারীকে আটক করে।

Exit mobile version