Site icon Jamuna Television

লাইপজিগকে উড়িয়ে ফাইনালে পিএসজি

প্রথমবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠেছে ফ্রান্সের জায়ান্ট পিএসজি। সেমিফাইনালে জার্মান ক্লাব আরবি লাইপজিগকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে নেইমার, এমবাপ্পেরা।

পর্তুগারের লিসবনের দ্যা লুজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে লাইপজিগের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্বক ছিলো পিএসজি। ১৩ মিনিটেই লিড নেয় ফ্রান্সের চ্যাম্পিয়নরা। ডি মারিয়ার ফ্রি-কিক থেকে মেকশিফট মিডফিল্ডার মারকিনিয়োস হেডে গোল করে। ৪২ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় টুখেল শীষ্যরা। নেইমারের দুর্দান্ত ব্যাকহিল পাসে ডি মারিয়া স্কোর শিটে নাম তুলে। দ্বিতীয়ার্ধে আবারও লিড নেয় পিএসজি। ৫৬ মিনিটে ডি মারিয়ার দ্বিতীয় অ্যাসিস্ট থেকে গোল করেন লেফট ব্যাক হুয়ান বার্নাড।

ম্যাচে আর গোল না হওয়ায় বড় জয়ে ফাইনালে পৌঁছায় পিএসজি। তবে ম্যাচ শেষে জার্সি বদল করে বিপাকে পড়েছেন নেইমার। করোনার নতুন নিয়মে জার্সি বদল করলে থাকতে হতে পারে ১২ দিনের কোয়ারেন্টাইনে।

Exit mobile version