Site icon Jamuna Television

কানাডার ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী নিয়োগ

কানাডার ইতিহাসে এই প্রথম কোন নারীকে অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। গত সোমবার বিল মোর্নিয়াও পদত্যাগের পর ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

এরপর রাজধানী অটোয়াতে স্বল্প পরিসরের অর্থমন্ত্রীর শপথ গ্রহণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখতে দেখা গেছে। এমনকি ৫২ বছর বয়সী নতুন অর্থমন্ত্রী ক্রিস্টিয়া প্রধানমন্ত্রী ট্রুডোর সঙ্গে হাত না মিলিয়ে কনুই মেলান।

সাবেক সাংবাদিক ক্রিস্টিয়া কানাডার সরকারের উপ প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন। এর আগে পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্বপালন করেছেন লিবারেল পার্টি অব কানাডার এই রাজনীতিক।

Exit mobile version