Site icon Jamuna Television

‘জিয়া স্বাধীনতার ফুটনোট হলে ওবায়দুল কাদের কিছুই না’

স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা অস্বীকার করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে সেচ্ছ্বাসেবক দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি একথা বলেন।

তিনি বলেন, জিয়াউর রহমান যদি স্বাধীনতার ফুটনোট হয় তাহলে ওবায়দুল কাদের স্বাধীনতার কিছুই না। যখন জাতিকে ঐক্যবদ্ধ করা প্রয়োজন তখন সরকার জিয়া পরিবার সম্পর্কে কটুক্তি ও ষড়যন্ত্রমূলক প্রচারণা করে বিভক্তি সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন নজরুল ইসলাম খান।

ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের বিষয় জাতিকে জানানো উচিত বলেও জানান বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য।

Exit mobile version