Site icon Jamuna Television

দিশা পাটানির ৮০ কেজি ওজন তোলার ভিডিও ভাইরাল

দিশা পাটানির ৮০ কেজি ওজন তোলার ভিডিও ভাইরাল

আলোচনায় কীভাবে থাকতে হয় তা হয়তো দিশা পাটানির থেকে ভাল আর কেউ জানেন না। নিত্য নতুন ফটোশুটে অনুরাগীদের মনে ঝড় তুলেন তিনি। তবে দিশার এবারের আলোচনা, জিমে ধারণকৃত একটি ভিডিও। নিজের স্বাস্থ্যের ব্যাপারে সবসময়ই সচেতন দিশা। নিজেকে আকর্ষণীয় রাখতে ডায়েটের পাশাপাশি জিমে বেশ ঘাম ঝরাতে হয় তাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তারকাকে দেখা গেলো জিমে ৮০ কেজি ওজন নিয়ে স্কোয়াট করছেন!

সোমবার তার শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায় ৭৫ কেজি ওজন দিয়ে স্কোয়াট করছেন। এর কিছুক্ষণ পরই আরও পাঁচ কেজি ওজন যোগ করে দেয় তার প্রশিক্ষক। এরপর প্রশিক্ষকের কাছ থেকে কিছুটা সাহায্য নিয়ে বেশ স্বাভাবিকভাবেই স্কোয়াটগুলো করেন দিশা।

ভিডিওটির ক্যাপশনে এই তরুণী লিখেছেন, ৭৫ কেজি দিয়ে ১ রেপ দেওয়ার পর, দ্বিতীয় সেটে ৮০ কেজি দিয়ে আরও ১টি রেপ পূর্ণ করেছি আমি। রাজেন্দ্রধোল স্যারকে ধন্যবাদ আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

Exit mobile version