Site icon Jamuna Television

কমেছে করোনা পরীক্ষার ফি

করোনা পরীক্ষার ফি কমালো সরকার। হাসাতালে ২০০ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা ও বাসা থেকে ৫০০ টাকার পরিবর্তে ৩০০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

দুই এক দিনের মধ্যেই এই ফি কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে এই তথ্য জনান তিনি।

মন্ত্রী বলেন, এন্টিজেন বা এন্টিবডি টেস্ট নিয়ে আলোচনা চলছে। মূল্য, চাহিদা ও ভালো-মন্দ বিবেচনা করে ভ্যাকসিন নিয়ে যারা কাজ করছে তাদের সবার সাথেই যোগাযোগ করছে সরকার।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোভিড, নন কোভিড তালিকা হচ্ছে।

Exit mobile version