Site icon Jamuna Television

পৃথিবীর চুম্বকীয় স্তরে বিশাল ফাটল, নাসার রিপোর্টে আতঙ্ক

পৃথিবীর সাউথ আটলান্টিক অ্যানোমলি নামে চুম্বকীয় স্তরে বিশাল ফাটল দেখা গিয়েছে। ধীরে ধীরে এই স্তর পাতলা হয়ে পড়ছে এবং কমছে তার ক্ষমতাও। যা খুবই চিন্তার বিষয় বলে জানিয়েছে নাসা। দিন দিন বাড়ছে বিপদের আশঙ্কা। মানব সভ্যতার জন্য হতে পারে হুমকি।

মূলত এই চুম্বকীয় স্তরটি পৃথিবীকে ঘিরে রাখে এবং সূর্যের যে কণা পৃথিবীর দিকে ধেয়ে আসে সেগুলিকে দূরে সরিয়ে দিতে সাহায্য করে এবং পৃথিবীকে রক্ষা করছে এই স্তরটি।

নাসার গবেষকরা জানায়, এই ম্যাগনেটিক ফিল্ডটি খুবই গুরুত্বপূর্ণ। এর ওপর নির্ভর করে বায়ুস্তরে কতটা পরিবর্তন ঘটবে।

ইউরোপিয়ান স্পেস এজেন্সি জানিয়েছে, গত ২০০ বছর ধরে ৯ শতাংশ ক্ষমতা কমেছে এই ম্যাগনেটিক ফিল্ডের।

এই ম্যাগনেটিক ফিল্ডের ফাটল যত বাড়বে সূর্যরাশির বিচ্ছুরণ আরও বাড়বে যার কারণে সূর্যের তেজ আরও বেশি অনুভূত হবে৷

Exit mobile version