Site icon Jamuna Television

সাহেদের অস্ত্র মামলার চার্জশিট গ্রহণ, জামিন নামঞ্জুর

রিজেন্ট গ্রুপ ও হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় অস্ত্র আইনে করা মামলার চার্জশিট গ্রহণ করেছেন আদালত। বুধবার (১৯ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ মামলার চার্জশিট গ্রহণ করেন। একই সঙ্গে মামলার চার্জ গঠনের জন্য ২৭ আগস্ট দিন ধার্য করেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউট তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে পদ্মা ব্যাংকের দু’কোটি ৭৩ লাখ টাকা ঋণ জালিয়াতি ও আত্মসাতের ঘটনায় সাহেদ করিমকে বুধবার সকালে দুদক কার্যালয়ে নিয়ে আসা হয়। সাত দিনের রিমান্ডের তৃতীয় দিন বুধবার সকালে জিজ্ঞাসাবাদ শুরু করে দুদক। ১১টার পর তাকে আদালতে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার অসুস্থ থাকায় এদিন তার পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পেশ করা হয়।

সেখানে অস্ত্র আইনে করা মামলার চার্জশিট গ্রহণ করেছেন আদালত। শুনানিতে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করেন আদালত। এরপর তাকে আবারও দুদকে আনা হয়।

Exit mobile version