Site icon Jamuna Television

মধ্যাঞ্চলে বন্যায় কমছে না বানভাসিদের দুর্ভোগ

মধ্যাঞ্চলে বন্যায় কমছে না বানভাসিদের দুর্ভোগ

মধ্যাঞ্চলে বন্যা পানি নামছে ধীর গতিতে। এতে দুর্ভোগ কমছে না বানভাসিদের।

মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, রাজবাড়িসহ পদ্মা তীরবর্তী জেলাগুলোর কয়েক হাজার মানুষ পানিবন্দি। দীর্ঘস্থায়ী বন্যায় কর্মহীন হয়ে পড়েছেন অনেকে। বন্যার সাথে কয়েকটি জায়গায় ভাঙন দেখা দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভাটির দিকে পানি নামার গতি খুব ধীর হওয়ায় মধ্যাঞ্চলে পরিস্থিতির উন্নতি হচ্ছে না।

এদিকে ঢাকার আশপাশে বালু ও তুরাগ নদীর পানি বেড়ে নারায়ণগঞ্জ, গাজীপুর ও সাভারের অনেক এলাকা প্লাবিত। উত্তরাঞ্চলের প্রধান প্রধান নদ নদী পানি কমেছে। তাই পুনর্বাসন প্রক্রিয়া চলছে কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর ও গাইবান্ধায়।

Exit mobile version