Site icon Jamuna Television

অস্ট্রেলিয়ায় সব নাগরিককে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দিবে সরকার

করোনা মোকাবিলায় নিজ দেশের নাগরিকদের জন্য বিনামূল্যে ভ্যাকসিন সরবরাহের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার।

দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন জানান, ভ্যাকসিন বাজারে আসার সাথে সাথেই তা দেশের সমস্ত নাগরিককে বিনামূল্যে দেয়া হবে।

বিবৃতিতে জানানো হয়, অক্সফোর্ডের ভ্যাকসিন নিজ দেশে উৎপাদন করবে অস্ট্রেলিয়া সরকার। সফলতা পেলে দেশটির প্রায় ৫০ লাখ মানুষের মাঝে বিনামূল্যে এসব ভ্যাকসিন বিতরণ করা হবে।

এরমধ্যে মেলবোর্নভিত্তিক প্রতিষ্ঠান CSL’র ভ্যাকসিন উৎপাদনে লাইসেন্সের জন্য উদ্যোগ নিয়েছেন দেশটির কর্মকর্তারা। রোববার ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সাথে দুটি চুক্তি করে অস্ট্রেলিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়।

Exit mobile version