Site icon Jamuna Television

ভারতে উৎপাদিত করোনা ভ্যাকসিন বাংলাদেশ অগ্রাধিকার ভিত্তিতে পাবে: শ্রিংলা

ভারতে উৎপাদন করা করোনা ভ্যাকসিন বাংলাদেশ অগ্রাধিকার ভিত্তিতে পাবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। দুপুরে দু’দেশের সচিব পর্যায়ের বৈঠক শেষে তিনি একথা বলেন।

হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ভারত বাংলাদেশ সম্পর্কের কোন অবনতি হয়নি বলে আমি মনে করি। সামনে সোনালী অধ্যায় আসছে।

এসময় পরাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, করোনাকালে ভারতের পররাষ্ট্র সচিবের সফর দ্বি-পাক্ষিক সম্পর্কের এক অনন্য নজির।

তিনি আরও বলেন, আগামী বছর ভারত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হতে যাচ্ছে, সেক্ষেত্রে নিরাপত্তা পরিষদে রোহিঙ্গা প্রত্যাবাসনে রেজুলেশন পাশ করতে বাংলাদেশকে সহযোগিতা করবে বলে ভারত আশ্বাস দিয়েছে।

মঙ্গলবার আকস্মিক সফরে বাংলাদেশে আসেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।

Exit mobile version