Site icon Jamuna Television

চট্টগ্রামে জোয়ারের পানিতে ডুবেছে নগরীর নিচু এলাকা

চট্টগ্রামে জোয়ারের পানিতে ডুবেছে নগরীর নিচু এলাকা

চট্টগ্রামে জোয়ারের পানিতে আজও ডুবেছে নগরীর নিচু এলাকার সড়ক, দোকানপাট, বাসাবাড়ি ও হাসপাতাল।

ভারি বৃষ্টি না হলেও দুপুরের পর সাগরের জোয়ারের পানিতে তলিয়ে যায় আগ্রাবাদ, হালিশহর, বাকলিয়া, চকবাজার, মুরাদপুর সহ বেশিরভাগ নিচু এলাকা। চরম দুর্ভোগে পড়েন এসব এলাকার মানুষ। ব্যাহত হয় স্বাভাবিক জীবনযাত্রা।

এদিকে আগ্রাবাদে মা ও শিশু হাসপাতালের নিচতলাও যথারীতি হাঁটু পানিতে তলিয়ে যায়। ফলে প্রয়োজনীয় ওষুধ কেনা, পরীক্ষা নিরীক্ষা, রিপোর্ট সংগ্রহ, রোগী আনা নেয়া সহ চিকিৎসা সেবা ব্যাহত হয়।

Exit mobile version