Site icon Jamuna Television

মেজর (অব.) সিনহা হত্যা মামলার সব আলামত বুঝে পেয়েছে র‌্যাব

পুলিশের হাতে থাকা মেজর (অব.) সিনহা হত্যা মামলার সব আলামত বুঝে পেয়েছেন র‌্যাবের তদন্তকারী কর্মকর্তা।

আজ বুধবার কক্সবাজারে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ। তিনি জানান, র‌্যাব সম্পূর্ণ চাপ মুক্ত হয়ে এবং নিরপেক্ষভাবে এই মামলার তদন্ত করবে।

র‌্যাব কর্মকর্তা জানান, আগামীকাল রামু থানার সবগুলো ডিভাইস বুঝে নেয়া হবে। তিনি আরও জানান, কারিগরি ত্রুটি দেখিয়ে গত ২৫ জুলাই থেকে ৬ আগস্টের টেকনাফ থানার সিসিটিভির ফুটেজ দেয়নি পুলিশ।

লে. কর্নেল আশিক বিল্লাহ জানান, নিহতের বোন যে ৯ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন তার ৭ জন বরখাস্তকৃত পুলিশ কর্মকর্তা ব্যাতিরেকে আরও ২ জনের তথ্য জানতে পুলিশ সুপারের কাছে আবেদন করেছে র‌্যাব।

তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে যে সকল তথ্য প্রকাশ পেয়েছে সবই আমলে নেয়া হয়েছে। রিমান্ডে নেয়া ৭ জনের কাছ থেকে বেশ গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে, আগামীকাল তাদের রিমান্ড শেষ হবে। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা প্রয়োজনবোধে তাদের পুনরায় রিমান্ডের আবেদন করবেন।

Exit mobile version